বছরের শুরুতে নতুন গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী আয়েশা জেবীন দিপা। নতুন বছর উপলক্ষে আজ মঙ্গলবার (৫ই জানুয়ারী) ‘সেলফি’ শিরোনামের নতুন একটি মৌলিক গান সাউন্ডটেক এর ব্যানারে মুক্তি পেয়েছে। কুতুব আফতাব এর কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন রাফি মোহাম্মদ। সম্প্রতি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে শিল্পী নিজেই মডেল হয়েছেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।
গানটি প্রসঙ্গে দিপা বলেন, ‘শ্রদ্ধেয় গীতিকবি কুতুব আফতাব তাঁর লেখা, গান ও কবিতা ফেসবুকে প্রকাশ করেন নিয়মিত সেখান থেকেই বেশ পছন্দ হয় ‘সেলফি’ গানের কথাগুলো। গানটি গাইতে ইচ্ছা প্রকাশ করে যোগাযোগ করলে তিনি রাজি হয়ে যান। তারপর থেকেই মিউজিক ভিডিওর পরিকল্পনা করি। তবে পারিবারিক ব্যস্ততার কারনে দুই বছর সময় লেগে যায়। কাজটি ভাল ভাবে করব বলেই এতোদিন সময় নিয়েছি। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর আজ মুক্তি পেতে যাচ্ছে গানটি। আশা করছি দর্শক শ্রোতাদের ভাল লাগবে গানটি।’