শোবিজ ডেস্ক :৭০ থেকে ৯০ দশকের জনপ্রিয় বাংলা ছায়াছবির কালজয়ী কিছু গান নিয়ে দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন ৯৪.৮ ক্যাপিটাল এফএম এর নিয়মিত সরাসরি আয়োজন “ব্যাকস্ট্রিট ভয়েজের” বিশেষ পর্ব। আজকের শিল্পী রাফি এবং স্মরণ। কাহন এবং পারকেশন বাজাবেন পিয়াস কিবোর্ডে থাকবেন আবদুর রব এবং গিটারে মামুন।আপেল মাহমুদ এমিলের উপস্থাপনায় এ বিশেষ পর্বটি আজ রাত ৯ টায় সরাসরি প্রচারিত হবে।