শোবিজ ডেস্ক : তরুণ প্রজন্মের ব্যস্ততম মডেল শাকিলা পারভীন৷ সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকায় দেলোয়ার শাহনেওয়াজ এর কথা ; সুর এবং রাফি মোহাম্মদের সংগীত আয়োজনে জেএ জিসানের পরিচালনায় “রঙিলা বাড়ই ২” নামের একটি মিউজিক্যাল ফিল্মের শুটিং সম্পন্ন করছেন। এতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সালমা ও এইচপি সোহাগ। মিউজিক্যাল ফিল্মে কাজ করা প্রসঙ্গে শাকিলা পারভীন জানান; স্যাড -রোমান্টিক গল্পে নির্মিত। এ মিউজিক্যাল ফিল্মে কাজ করে ভীষণ ভালো লাগছে। আশা করবো; দর্শকদেরও ভালো লাগবে৷ এতে শাকিলা পারভীনের বিপরীতে কাজ করছেন আশিক চৌধুরী ও সাগর রানা৷ মিউজিক্যাল ফিল্মটি খুব শীঘ্রই সানডে মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হবে।
“রঙিলা বাড়ই ২” মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসছেন আশিক চৌধুরী – শাকিলা পারভীন ও সাগর রানা’
সম্পর্কিত পোস্ট