শোবিজ ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন। তিনি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিয়মিত ওয়েব সিরিজেও কাজ করছেন। সম্প্রতি তিনি নতুন একটি হাসপাতালের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এই বিজ্ঞাপনটির নির্মাণ করেছেন রাজীব রসূল।
জানা গেছে, গেল সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ হয়েছে। গেল শুক্রবার আইরিন বিজ্ঞাপনটির ডাবিংয়ে কণ্ঠ দেন। শুধু অনলাইনে প্রচারের জন্য বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা আইরিন বলেন, ‘আমি আগে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। তবে এবারই প্রথম কোনো হাসপাতালের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। এটা আমার জন্য ভীষণ ভালোলাগার যে এই হাসপাতালটি দেশের সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার দিয়ে তাদের সুচিকিৎসা দেবে।’
তিনি আরও বলেন, ‘দেশে এ ধরনের হাসপাতাল খুব সম্ভবত এটাই প্রথম। সেদিক বিবেচনায় আমি নিজেও একটি ইতিহাসের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। যে কারণে আমাকে এই কাজটির সাথে যারা সম্পৃক্ত রেখেছেন তাদের প্রতি, বিজ্ঞাপন নির্মাতার প্রতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ।