নাজমুল হুদা তৌকির : দীর্ঘদিন করোনায় বিনোদনের কার্যক্রম বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে বিনোদনমূলক অনুষ্ঠানগুলো। তারই অংশ হিসাবে ৩১ শে অক্টোবর উত্তরার জমজম টাওয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যালোয়েন কস্টিউম পার্টি।
আর এই হ্যালোয়েন পার্টিতে এবার স্টেজ মাতাবেন দেশের জনপ্রিয় ডিজে তারকা সুলতানা রাজিয়া সুমি। ভক্তরা তাকে ডিজে সুমি নামেই চিনে থাকেন ।
২০১১ সাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ডিজে করে আসছেন তিনি। বর্তমানে তিনি দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও তে অফিশিয়াল ডিজে হিসাবে নিয়মিত পারফর্ম করছেন। তাছাড়া বিনোদনকেন্দ্রে রিসোর্ট ম্যাজিক আইল্যান্ড ও গ্র্যান্ড সুলতানের অফিশিয়াল ডিজে হিসাবেও নিয়মিত পারফরম্যান্স করে আসছেন।
তিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্রান্ডের কর্পোরেট ইভেন্টে ও স্টেজ মাতিয়েছেন।
তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ এসিআই কোম্পানি, গ্রামীণফোন, বাংলালিংক, আরএফএল, বেঙ্গল ইত্যাদি।
এই হ্যালোইন পার্টি তে এন্ট্রি ফি করা হয়েছে এক হাজার টাকা।
হ্যালোইন পার্টি সার্বিক তত্ত্বাবধানে আছেন হ্যালোয়েন ইভেন্ট বিডি, গেট এমপেড ও ট্রাভেল ডায়েরি।
তাছাড়া টিকিটের সাথে দর্শকরা পাবেন, স্নাক্স, কোমল পানীয়, ফেস প্রিন্ট, হিপহপ ব্যান্ড এবং ডিজে।
বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই হ্যালোয়েন কস্টিউম পার্টি।