শোবিজ ডেস্ক :সোনিয়া আক্তার লাজুক একজন মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। নাটক, সিনেমা, বিজ্ঞাপন ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন তিনি। সম্প্রতি তিনি রাজধানী উওরার দিয়াবাড়ী ও রাজধানী উওরার বিভিন্ন মনোরম লোকেশনে
সৈয়দ আলী আহসান পরিচালনায় “ভালোবাসা পেতে মন কিনে দিলাম মুঠোফোনে” নামের একটি মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করছেন। এতে কন্ঠ দিয়েছেন জয়। গানটিতে লাজুকের বিপরীতে আছেন জয় ও প্রিন্স চৌধুরী । গানটি প্রসঙ্গে লাজুক জানান; বেশ চমৎকার একটি কাজ করেছি। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে। গানটি খুব শীঘ্রই দেশের যেকোন জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
নয়া চমক নিয়ে আসছেন লাজুক

সম্পর্কিত পোস্ট