তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা প্রেমা৷ দর্শক মহলে গায়কী দিয়ে এগিয়ে যাচ্ছেন আপন গতিতে। দুর্গাপূজা উপলক্ষে আজ কেডি মিউজিক ইউটিউব চ্যানেলে সুমন বাবুর কথায় কে ডি উজ্জ্বল এর সুর এবং সংগীতে জয় মা দূর্গা গানটি প্রকাশিত হয়েছে।
গেয়েছেন প্রেমা ও কে ডি উজ্জ্বল এটা তাদের দ্বিতীয় গান পূজোর। এ প্রসঙ্গে প্রেমা জানান; গানটি ভীষণ যত্নসহকারে গেয়েছি। আশা করব দর্শকদের কাছেও ভালো লাগবে।
পূজা উপলক্ষে আজ প্রকাশিত হলো প্রেমার নতুন গান ‘ জয় মা দূর্গা”
সম্পর্কিত পোস্ট