শোবিজডেস্ক :জনপ্রিয় অভিনেতা ও কন্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর কন্ঠে আসছে ‘সাধের পিরিত’ শিরোনামের একটি গান। এটির মিউজিক ভিডিও প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান রোজমেরি। আশরাফুল হক তুরনের কথায় এটির সুর করেছেন এস.আই শহীদ। সংগীতপরিচালনা করেছেন অমিত চ্যাটার্জী।
মিউজিকাল ড্রামাতে অভিনয় করেছেন প্রীতম খান ও রিয়া। ডিওপি এবং পরিচালনা করেছেন শিউল বাবু। বিনোদন জগতে অনন্য নাম রোজমেরি। রোজমেরির ধারাবাহিক সাফল্যের পথ পরিক্রমায় দর্শক শ্রোতাদের জন্য এটি নতুন উপহার। প্রযোজনা প্রতিষ্ঠাসের কর্ণধার আলম বলেন, আমি চেষ্টা করছি শ্রোতাদেও জন্য নতুন কিছু গান নিয়ে আসতে। এরইমধ্যে সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। বাবুর কন্ঠে এই গানটি সবার ভালো লাগবে আশা করছি।