অভিনেতা পারভেজ সুমনে’র ব্যস্ততা।

শোবিজ ডেস্ক :ছোটপর্দার অভিনেতা পারভেজ সুমন। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান সকাল আহমেদ পরিচালিত ‘সুরের আলো’ টেলিফিল্ম দিয়ে। আর ক্যারিয়ারের প্রথম ধারাবাহিক নাটক ‘অলসপুর’। গেল ঈদে পারভেজ সুমন সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন। শিরোনাম ‘শিয়াল বাড়ি’। বৈশাখী টিভিতে প্রচারিত নাটকটি টিআরপিতে এক নম্বর স্থান করে নেয়। পারভেজ সুমন এরইমধ্যে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে আলাদা একটা অবস্থান তৈরি করেছেন।

বর্তমানে সুমন অভিনীত প্রচারিত হচ্ছে চারটি ধারাবাহিক নাটক। তারমধ্যে রয়েছে ইমরান হাওলাদার পরিচালিত আরটিভিতে ‘ভিলেজ হট্টগোল’, কিরন জামান পরিচালিত ‘টিপু সুলতান’, মুজিবুল হক খোকন এর ‘শেয়ান আনলিমিটেড’, সৈয়দ শাকিল পরিচালিত এটিএন বাংলায় ‘আনন্দ ভ্রমণ’। এরইমধ্যে শেষ করেছেন জাকির হোসেন উজ্জ্বল এর রচনায় ফরিদুল হাসান পরিচালিত ‘বাহানা’ নাটকের কাজ।

পারভেজ সুমন বলেন, ‘ছোটবেলা থেকেই শোবিজের প্রতি অন্যরকম টান ছিল। স্কুল জীবনে সকল কালচারাল প্রোগ্রামে অংশ গ্রহণ করতাম। যখন আমি দশম শ্রেণিতে পড়ি তখন বিটিভির একটা নাটক হতো আঞ্চলিক নিবেদন নামক। ওখানে দলীয় একটা গান গাওয়ার সুযোগ হয়। ওখানেই বাবা নামক একটা নাটিকায় ছোট একটা চরিত্র কাজ করার সুযোগ হয়। সেই থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা শুরু। যা আজও চলমান।’

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট