অর্নবের পরিচালনায় আরফান – মৌমিতা মৌ

বিনোদন প্রতিবেদক : অবশেষে খন্ড নাটক নির্মানের স্বপ্ন পূরণ হলো এই প্রজন্মের তরুণ নির্মাতা খোরশেদ অর্ণব। নাম লেখালেন পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে।
” সুখে থাকলে ভুতে কিলায় ” শিরোনামে অর্নবের এই নাটকে অভিনয় করেছেন, আরফান আহমেদ, মৌমিতা মৌ, সায়মা রুশো, সাথী , প্রিন্স , আলমগীর প্রমুখ৷
নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন ৷ডিওপি হিসেবে কাজ করেছেন শাখাওয়াত শাকিব ৷রুপসজ্জায় ছিলেন সাইফুল ইসলাম মানিক ৷

অর্নব জীবনের প্রথম খন্ড নাটক পরিচালনার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “২০১৪ তে রাজু মামার হাত ধরে নাট্যযুদ্ধের মাধ্যমে যে স্বপ্নের বীজ বুনেছিলাম তার পরিস্ফুটন ঘটলো ” সুখে থাকলে ভূতে কিলায় ” নাটকটির মধ্য দিয়ে। সবার দোয়া থাকলে ইনশাল্লাহ অনেক দুর যেতে চাই৷
নাট্যনির্মাতা খোরশেদ অর্ণব৷ বিগত চার বছর ধরে সহকারী হিসেবে কাজ করেছেন নব্য এই নির্মাতা ৷ সহকারি পরিচালক হিসেবে অর্নব যে সব নাটকে কাজ করেছেন সেগুলো হলো, দীর্ঘ ধারাবাহিক ” আমি তুমি সে “, “দাদো “একক নাটক মধ্যে আছে, “যত দোষ নন্দ ঘোষ ” এবং “সোহরাব রুস্তম “। এছাড়াও খোরশেদ অর্ণব বিভিন্ন নির্মাতার প্রায় পাঁচ শতাধিক মিউজিক ভিডিও নির্মানে নির্মাতার প্রধান সরকারী হিসেবে তার দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, তরুণ নির্মাতা তানভীর মোকাম্মেলের বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটে পরিচালনার উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন ।নাটকটি খুব দ্রুতই নাগরিক টেলিভিশন প্রচারিত হবে বলে পরিচালক সূত্রে জানা যায়।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট