শোবিজ ডেস্ক :এবার নতুন ধামাকা নিয়ে আসছেন চিত্রনায়িকা সাচীনূর। নিজের প্রোডাকশন হাউস ‘এস নূর মাল্টিমিডিয়া’ থেকেই আসছে মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমিক বয়’। সাচীর সাথে মডেল হিসেবে ছিলেন চিত্রনায়ক আদনান আদি। গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী সোহেল মেহেদী ও অশ্রু। কথা-সুর ও মিউজিক করেছেন ফিরোজ প্লাবন। ভিডিও পরিচালনায় ছিলেন আদনান আদি ও জাহিদ আব্বাস। ডান্স কোরিওগ্রাফার ফ্লাই ফারুক। এমনটাই জানালেন সাচীনূর। বললেন, গানটি অসাধারণ। পুরো ফিল্মি স্টাইলে গানটি নির্মাণ করা হয়েছে। অচিরেই গানটি আমার চ্যানেল থেকে বাজারে আসবে। আশা করছি; সবার ভালো লাগবে। উল্লেখ্য-নাচ, গান, নাটক, মিউজিক ভিডিও নির্মাণ এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। প্রশংসাও কুড়িয়েছেন বেশ। একের পর এক তার ঝুলিতে জমা হয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা।