শোবিজ অঙ্গনের অন্যতম ব্যস্ততম মডেল লাক্স তারকা সারাকা মজুমদার। নিজের সুনিপুণ মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে অধিষ্ঠিত হয়েছেন আপন মহিমায়। করোনাকালীন সময়ে গৃহবন্দী অবস্থায় ছিলেন। আবারও কাজে সরব হয়েছেন গতকাল দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ডিএমএস এর নিজস্ব ইউটিউব চ্যানেলে গতকাল ‘বলনা”নামের গানটি প্রকাশিত হয়েছে৷ গানটিতে আলমগীর আমিন আলোর কথা সুর ও ভোকালে এ রহমান বাবলুর সংগীত আয়োজনে গানটির ভিডিও নির্মাণ করছেন আলমগীর আমিন আলো নিজেই। এতে সারাকার বিপরীতে মডেল হিসেবে কাজ করছেন দেব দ্বীপ।
গানটি প্রসঙ্গে সারাকা বলেন; রোমান্টিক গল্পের গান। গানটি প্রকাশিত হয়েছে ; দর্শক সাড়াও বেশ পাচ্ছি। আশা করব; গানটি দর্শক মহলে প্রশংসনীয় হবে৷
সারাকা মজুমদারের ‘বলনা’ মিউজিক ভিডিও ইউটিউবে
সম্পর্কিত পোস্ট