শোবিজ ডেস্ক:চট্টগ্রাম এর মিরসরাইতে অবস্থিত একটি মনোরম পরিবেশে নির্মাণ করা হয়েছে আরশীনগর ফিউচার পার্ক। যার প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন দিদার। এ পার্কের পাশাপাশি এইখানের এলাকাবাসীদের বিনোদনের জন্য একটি চ্যানেল করা হয়েছে।এখানে স হেড অফ প্রোগ্রাম এ আছেন শরিফ মোহাম্মদ সারোয়ার
এবং বন্যা চৌধুরী কো-হেড অফ প্রেগ্রাম।প্রতি শুক্রবার সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। বন্যা চৌধুরী বলেন;সেখানে এখন থেকে আম এবং আমার সাথে আরো নাচের শিল্পীরা থাকবে। এছাড়া চ্যানেল এর জন্য নিয়মিত নাটক নাচের গানের আয়োজন করা হয়েছে।তিনি আরও জানান ;আরশি নগর ফিউচার পার্ককে অনেক দুর নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য..এই পার্কটি ফ্যামিলি নিয়ে যাওয়ার মত একটি পার্ক
পাশাপাশি আমি মাতৃছায়া থিয়েটারের সভাপতি হিসাবে আছি। নাটকের কাজ করছি আরশিনগর ফিউচার পার্কে একদিন”। নাটকটি রচনা ও পরিচালনা শরিফ সারোয়ার
।চিত্র গ্রহণ করছেন শরিফ রানা।বন্যা জানান; আমার সাথে হিরোর চরিত্রটি করেছেন শরিফ মিন্টু ও ইউলাদ রানা। অভিনয়ে মাতৃছায়া থিয়েটারের নিয়মিত নাট্যকর্মী বৃন্দ
আরশিনগর ফিউচার পার্কে একদিন”
সম্পর্কিত পোস্ট