সাগর রানা মেকআপ আর্টিস্ট হলেও শখের বসে মডেলিংও কাজ করছেন। শীঘ্রই তরুণ সিং এর কথা অভির সুর ও ইফতেখারুল লেলিনের সংগীত আয়োজনে “তুমি আমার” গানটির মিউজিক ভিডিওর শুটিং গাজীপুরের খতিব খামারবাড়ীতে সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন জুয়েল রহমান জয়। গানটিতে কন্ঠ দিয়েছেন রুমানা ইতি ও অভি। গানটি প্রসঙ্গে রানা বলেন; এটা আমার তিন নাম্বার মিউজিক ভিডিও। রোমান্টিক ধাঁচের গল্প। এতে রানার বিপরীতে কাজ করছে নবাগত অ্যাঞ্জেল সাফা। এর এডিট আর কালার এ ছিল নজরুল ইসলাম
গানটি টিআর সিরিজ প্রেজেন্টস এর ব্যানারে প্রকাশিত হবে।
শীঘ্রই আসছে সাগর রানার নতুন গান “তুমি আমার”
সম্পর্কিত পোস্ট