রিফাত রাহুল খাঁন:ময়মনসিংহের মেয়ে আতকিয়া ফাইজা মোহনা ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি প্রবল আকর্ষণ কাজ করতো। স্কুল এ পড়াশুনাকালীন অবস্থায় ১০/১২ বছর বয়সে নাচ ও গান শিখেছেন। মায়ের অনুপ্রেরণা মিডিয়াতে কাজের অনুপ্রেরণা যুগিয়েছে। নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় এ অনার্স ৩য় বর্ষে অধ্যায়ণ করছেন। মিস্টার এন্ড মিস ফটোজনিক ২০২০ তে সেরা ৫ স্থান অর্জন করছেন। মডেলিং পেশায় না আসলে ইচ্ছে ছিল ব্যাংকার হবেন। প্রিয় রঙ কালো / প্রিয় অভিনেতা আরফান নিশো; অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভ্রমণ করতে পছন্দ করেন । অবসর সময় আড্ডা দেন বন্ধুদের সাথে।
২দিন পর জন্মদিন তার। এ দিনটি সম্পর্কে বলেন; বিশেষ কোন প্লান নাই।তবে বন্ধুূদের সাথে আড্ডা দিবেন কোন এক রেঁস্তোরায়। তিনি নামী দামী হাউজের মডেল হিসেবে কাজ করেছেন। ভবিষ্যৎতে নিজেকেে রোল মডেল হিসেবে দেখতে চান। ভালো ভালো মানসম্মত কাজ করে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া নাটক ও চলচ্চিত্রতেও কাজ করার ইচ্ছে রয়েছে তার। নিজেকে সম্পূর্ণ তৈরী করেই চলচ্চিত্রতে কাজ করার ইচ্ছা রয়েছে তার। সকলের কাছে দোয়াপ্রার্থী। শ্রোতাদের ভালবাসায় বেঁচে থাকতে চান।