নবাগত সাথী মডেলিং ও অভিনয়ে এগিয়ে যেতে চান বহুদূর

শোবিজ ডেস্ক:তরুণ প্রজন্মের নবাগত মডেল শারমিন আক্তার সাথী। ছোটবেলা থেকে
মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছিলো না কিন্তু ভালোলাগা কাজ করছিল।মিডিয়াতে বছর নয় ৬ থেকে ৭ মাস যাবত কাজ করছেন। তার কাজের শুরুটা হঠাৎ করেই হয়ে যায় ; তিনি জানান ; মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগিতা বলতে আব্বু জানতো না,কিন্তু আম্মু আর ফুপি সাপোর্ট করতো। আরও বলেনমিডিয়াতে কাজের ক্ষেত্রে আমার কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নি,এবং এমনটা কখনো ঘটে নি। নিজের পড়াশুনা প্রসঙ্গ নিয়া বলেন-
আমার ২০১৯ সালে, এইচএসসি পরিক্ষা শেষ হয়।করোনা পরিস্থিতির কারনে ফ্যাশন ডিজাইনিং করতে পারিনি। সামনের বছর ভর্তি হব।তার
প্রিয় রং হচ্ছে,, নীল, সাদা,কালো প্রিয় অভিনেতাঃ সালমান শাহ।প্রিয় অভিনেত্রীঃ জয়া আহসান। তার করা
উল্লেখ্যযোগ্য অন্যতম কাজগুলো হচ্ছে,, বাটারফ্লাই বাই সাগুফতা। এছাড়াও তিনি আরও বেশকিছু কাজ করেছেন। এই ছাড়াও, শিখর শাহনিয়াত ভাইয়ার পরিচালনায় ভাইরাল মাসুদ নাটকে অভিনেত্রী হিসেবে কাজ করেছি।এবং মাইদুল রাকিব ভাইয়ার পরিচালনায়, গরুর মাংস নাটকে অভিনেত্রী হিসেবে অভিনয় করেছি। জীবনে মডেলিংকে পেশা হিসেবে গ্রহন না করলে, ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করার ইচ্ছে রয়েছে।তিনি অবসর সময়ে, গান শুনতে এবং বই পড়তে পছন্দ করেন। ভবিষ্যৎতে ভালো একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করতে চান।

সদ্য প্রকাশিত

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

সম্পর্কিত পোস্ট