সুমনের ‘কেনো আমার মরণ আসে না’

শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন। পুরো নাম ফারুক আহমেদ সুমন। কিন্তু গানের জগতের মানুষরা তাকে এফ এ সুমন নামেই চিনেন। তার গাওয়া সখীরে, ভিতর কান্দে, দরদীয়া, মন মুনিয়াসহ বেশকিছু গান শ্রোতারা পছন্দের তালিকায় রেখেছেন। সময়ের আলোচিত এ সঙ্গীত শিল্পী সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘কেনো আমার মরণ আসে না’। শোয়েব চৌধুরীর কথায় ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাকিব আহমেদ। এরইমধ্যে ক্রাউন মিউজিকের স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট সূত্রে জানা গেছে খুব শীঘ্রই গানের মিউজিক ভিডিও প্রকাশ পাবে।
সুমন বলেন, ‘কেনো আমার মরণ আসে না’ গানটি চমৎকার হয়েছে। গানের কথাগুলো খুব সুন্দর। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করি সবার ভালো লাগবে।’
গানটি প্রসঙ্গে শোয়েব চৌধুরী বলেন, ‘সুমনের গায়কীতে একটা দরদ আছে। সব মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে। আমার বিশ্বাস দর্শক গানটি উপভোগ করবে।’
রানা আকন্দ বলেন, ‘গানের কথাগুলোর প্রতিটি শব্দে একটা মায়া আছে। সুরটিও চমৎকার। শিল্পী সুমন ভাইয়ের গায়কীতে দরদ ছিল। আমি চেষ্টা করেছি গানটি যত্ন নিয়ে ভালো করতে। বর্তমান সময়ে গানটি ভিন্ন মাত্রা যোগ করবে। আশা রাখছি দর্শক নিরাশ হবে না।’

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট