উপস্থাপিকা থেকে অভিনেত্রী “ফারজানা সিলভী”।

নাজমুল হুদা তৌকির : ২০১৭ সালে বিটিভিতে ‘সুখী পরিবার’ অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু হয় ফারজানা সিলভীর। একই বছর তিনি বিটিভিতে প্রচারিত ‘ভিটামিন এ’ এর বিজ্ঞাপনের কাজ করেন।
উপস্থাপনার পাশাপাশি ফারজানা পরবর্তীতে বিজ্ঞাপন ও নাটকের কাজে মনোনিবেশ করেন।
২০১৮ সালে তিনি বিটিভিতে প্রচারিত ‘আয়কর’ এর বিজ্ঞাপনের শুটিংও করেন। পরবর্তীতে ঐ বছর তিনি ‘ব্যথা’ নামে একটি নাটকে অভিনয় করেছেন।

২০১৮ সালের বিজয় টিভির ঈদের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ ঘরে ঘরে ঈদ আনন্দ’ এর উপস্থাপিকার ভূমিকা পালন করেন।

নাটক ,বিজ্ঞাপন ও উপস্থাপনায় পারদর্শী হওয়ার কারণে সময়ের ব্যস্ততম অভিনেত্রী কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও নিউজ টুয়েন্টিফোর থেকে প্রচারিত ক্রাইম পেট্রোল এ তিনি অভিনয় করেছেন।

এছাড়া অভিনেত্রী ফারজানা সিলভী অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো: অভিনেতা আরেফিন শুভ এর সাথে ‘নর স্যুপ’ এর বিজ্ঞাপন, অভিনেতা সিয়ামের সাথে ‘এন্টি ড্রাগ’ এর বিজ্ঞাপন, বসুন্ধরা গ্রুপের আটা ,ময়দা, সুজি এর বিজ্ঞাপন, ‘ফ্লোর ক্লিনার’ এর বিজ্ঞাপন ইত্যাদি।
এছাড়াও সুপার শপ ‘স্বপ্ন এর পিওর আটা’ এর ফটো শ্যুটে অংশগ্রহণ করেছেন।
টাঙ্গাইল দেশি শাড়ি এর ব্র্যান্ড মডেল হিসাবে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন।

ছোটবেলায় ফারজানা বুলবুল একাডেমি তে নাচের প্রশিক্ষণ নিতেন। ক্লাসিক্যাল নাচের প্রতি অত্যন্ত আগ্রহ থাকার কারণে পরবর্তীতে তিনি ওই একাডেমীর বেশিরভাগ প্রোগ্রামে নিয়মিত ড্যান্স পরিবেশন করেছেন। নাচের পাশাপাশি ছবি আঁকার প্রতি ছোটবেলায় অত্যন্ত দক্ষ ছিলেন এই উপস্থাপিকা ও অভিনেত্রী।

প্রথম আলো থেকে প্রকাশিত অধনা তে স্বামী- স্ত্রীর মনোমালিন্য বিষয়ক আর্টিকেলে স্থির ফটোশুটে তাকে দেখা গিয়েছে। এছাড়া প্রথম আলোর পাতায় চা ও কফি এর স্থির ফটোশুট এর কাজও করেছেন।

আগামীতে আরো অনেক নাটক ও বিজ্ঞাপনের কাজ হাতে রয়েছে সময়ের ব্যস্ততম এই অভিনেত্রীর। তিনি দর্শকদের জন্য আগামীতে আরও ভাল কিছু উপহার দিতে চান।

সদ্য প্রকাশিত

এতিম, প্রতিবন্ধী, অসহায়ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্বপ্নীলের ঈদ উপহার

বিনোদন প্রতিবেদক১৯ এপ্রিল রোজ বুধবার রাত ৮টার সময় রাজধানীর ভি, অাই,পি রোডে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দের মাঝে গিফট বক্স বিতরণ কার্যক্রম শুরু...

টিকটকার ও মডেল মহিমা চৌধুরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদকঃমডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস শোবিচ দুনিয়ার নতুন কোন ঘটনা নয়। বিভিন্ন সময় মডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও...

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

সম্পর্কিত পোস্ট