নাজমুল হুদা তৌকির: দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হাসান খান। একজন মডেল ও সেলিব্রেটিকে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য সাজসজ্জা করে থাকেন তিনি। বিভিন্ন নামিদামি ফ্যাশন হাউজ, ব্র্যান্ড মডেল, র্যাম্প মডেল, সেলিব্রেটি মডেল সহ যারা প্রতিনিয়ত মিডিয়াতে কাজ করছেন তাদেরকে তিনি সাজসজ্জা করে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তোলেন।
দীর্ঘদিন যাবৎ মিডিয়ার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন হাসান খান। তাই তিনি খুব দ্রুতই বুঝতে পারেন কেমন ত্বকে কেমন মেকআপ প্রয়োজন। পার্টি মেকআপ ,ওয়েডিং মেকআপ সহ বিভিন্ন ধরনের মেকআপে পারদর্শী হয়েছেন। শুষ্ক ত্বকে কেমন মেকআপ প্রয়োজন এবং তৈলাক্ত ত্বকে কি ধরনের মেকআপ প্রয়োজন সেটা তিনি খুব দ্রুতই নির্বাচন করতে পারেন।
তাছাড়া গরমের দিনে এবং শীতের দিনে মেকআপ কেমন হবে সে ধরনের বিভিন্ন পরামর্শ ও তিনি মডেলদের দিয়ে থাকেন। মেকআপের জন্য তিনি সব ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করে থাকেন।
করোনা ভাইরাসের জন্য এবারের জন্মদিনে তিনি পরিবারের সাথে বাসাতেই উদযাপন করার পরিকল্পনা করেছেন এবং জন্মদিনে তাঁর বন্ধু ও ভক্তরা যার তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ।