মহামারি করোনাভাইরাস সংক্রমণের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল সবধরনের শুটিং। সম্প্রতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। তাই আবারও প্রাণ ফিরে পাচ্ছে শোবিজ।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আবারও ব্যস্ত হয়ে উঠেছেন নির্মাতা, কলাকুশলী ও অভিনয়শিল্পীরা। বিশেষ করে নাটকের শুটিং শুরু হয়েছে সামনের ঈদকে কেন্দ্র করে।
এ প্রজন্মের অন্যতম নির্মাতা মাবরুর রশীদ বান্নাহও দীর্ঘদিন পর শুটিং শুরু করলেন। ‘বিটার লাভ স্টোরি’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন বান্নাহ। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
এ অভিনেতা অনেক আগেই করোনার বিরতি কাটিয়ে ফিরেছেন। এবার তার সাথে জুটি হয়ে ফিরলেন সাফা কবির।
পরিচালক জানান, এ গল্পে দুই তারকাকে দেখা যাবে রোমান্টিক চরিত্রে। প্রেম-মানসিক দ্বন্দ্ব ফুটে উঠবে এখানে।
আসছে ঈদে নাটকটি একটি টিভি চ্যানেলের পাশাপাশি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।