করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশ যখন এক কঠিন সময়ের সম্মুখীন ঠিক তখনই বিভাগীয় শহর খুলনার অন্যতম জুয়েলারি ব্যবসায়ী শ্যামা জুয়েলার্স একটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।
খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আজ দুপুরে উপহার স্বরূপ এই অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করা হয়। এ প্রসঙ্গে শ্যামা জুয়েলার্সের স্বত্বাধিকারী জনাব শ্যামা প্রসাদ কর্মকার বলেন, মানুষের জীবন বাঁচানোর জন্য এখন অক্সিজেন খুব প্রয়োজন। তাই মানব কল্যাণে উপহারস্বরূপ এই অক্সিজেন সিলিন্ডারটি খুলনা ব্লাড ব্যাংকের কাছে হস্তান্তর করলাম।
খুলনা ব্লাড ব্যাংকের এক সদস্য বলেন, সমাজের বিত্তবানশীলরা এভাবে যদি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করেন তাহলে আমরা মুমূর্ষু রোগীদের ঘরে ঘরে যেয়ে অক্সিজেন সেবা পৌঁছে দিতে পারব।
উল্লেখ্য যে, ইতিমধ্যেই খুলনা ব্লাড ব্যাংকের অফিসে সমাজের উচ্চবিত্তরা অনেক অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।
খুলনা বাসীর জন্য খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক এভাবে মানুষের পাশে থেকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিনিয়ত তারা মানব সেবায় কাজ করে যাচ্ছেন।