করোনা পজিটিভ হওয়ায় অপুর্ব-মেহজাবীনের শুটিং বন্ধ

ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছিলো নাটকপড়ায়। শুটিংয়ে ফিরছিলেন তারকারাও। তবে সেই প্রাণে আবারও আতঙ্ক তৈরি হয়ে গের। টেস্ট করাতে গিয়ে করোনা পজিটিভ হয়েছেন ইউনিটের দুই সদস্য। তাই বন্ধ করে দেয়া হলো অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত একটি নাটক।

বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গেল ৭ ও ৮ জুলাই শুটিংয়ে ফেরেন অপূর্ব ও মেহজাবীন। শুটিংয়ে যোগ দেওয়ার আগে টিমের ২২জন সদস্যসহ সকলের করোনা টেস্ট করা হয়। সবার রিপোর্ট নেগেটিভ আসার পর সবাইকে নিয়ে শুটিং শুরু করেন নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

কিন্তু একদিন শুটিং করার পর সেই শুটিং ইউনিটের দুজনের করোনা পজিটিভ বলে জানা যায়। এমন খবর পাওয়ার সাথে সাথে শুটিং বন্ধ করে দেন নির্মাতা।

এই বিষয়ে মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমে বলেন, ‘আমরা ৫ জুলাই টিমের ২২জন সদস্যের করোনা টেস্ট করিয়েছিলাম। সবার রেজাল্ট নেগেটিভ আসার পর কাজ শুরু করেছিলাম। কিন্তু প্রথমদিন কাজের মধ্য দিয়ে দেখি যে একজনের টেম্পারেচার হাই। পরে দেখি আরও একজনেরও একই অবস্থা। সঙ্গে সঙ্গে আমরা আবার তাদের নমুনা টেস্ট করাই। পরদিন রিপোর্ট আসার পর জানতে পারি যে দুজনেরই রেজাল্ট পজেটিভ। সাথেসাথে শুটিং বন্ধ করে দেই। আমরা সবাই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছি।’

জানা গেছে, অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী মেহজাবীনও কোয়ারেন্টাইনে আছেন। আজ বৃহস্পতিবার এই দুই তারকাসহ ইউনিটের আরও অনেকের নমুনা টেস্টের জন্য দেয়া হয়েছে।

পরিচালক জানান, নাটকের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিলো। মাত্র ৩টি দৃশ্য বাকী। সবকিছু ঠিক হলে আবারও শুটিং করা হবে।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট