আজ একটি গোল করলেই সাতশো’র চূড়ায় মেসি

করোনাভাইরাসের কারণে টানা তিনমাস মাঠে ফুটবল না থাকলেও নিজেকে হারিয়ে ফেলেননি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। মাঠে ফিরেই নিজের জাদু দেখিয়ে চলেছেন। মায়োরকার বিপক্ষে প্রথম ম্যাচেই করেছেন গোল। এরপর লেগানেসের বিপক্ষেও পেনাল্টি থেকে করেছেন এক গোল। পায়ের জাদু তো দেখাচ্ছেনই।

লেগানেসের বিপক্ষে এক গোল করেই ক্যারিয়ারের অন্যতম মাইলফলকের দোরগোড়ায় পৌঁছে যান বার্সার আর্জেন্টাইন তারকা। ক্যরিয়ারে ৬৯৯তম গোল করেছিলেন সেদিন তিনি পেনাল্টি কিকের মাধ্যমে। ক্যারিয়ারে ৫৬তম পেনাল্টি কিক থেকে গোল করেন মেসি। ৬১টি পেনাল্টি থেকে গোল করে সবার ওপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আজ রাত ২টায় (বাংলাদেশ সময়) সেভিয়ার মুখোমুখি হচ্ছে বার্সা। এই ম্যাচে একটি গোল করতে পারলেই ক্যারিয়ারে ৭০০তম গোলের চূড়ায় উঠে যাবেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার। ম্যাচটি খেলতে হবে সেভিয়ার মাঠে গিয়ে।

এখনও পর্যন্ত বার্সার জার্সিতে মোট ৭২০টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৬২৯টি। আর আর্জেন্টিনার জার্সিতে ম্যাচ খেলেছেন ১৩৮টি। গোল করেছেন ৭০টি।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট