একদমই খেলবেন না। খেলা সম্ভব না। এমনটা বলার অবস্থা নেই। তবে ক্রিকেট পাড়ার এ মৃদু গুঞ্জন, টিম বাংলাদেশে কিছু ইনজুরি সমস্যা আছে এবং কয়েকজনের নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকে খেলা নিয়ে সংশয় রয়েছে। শুধু তাই নয়, কারো কারো পুরো সিরিজে অংশগ্রহনটাও নাকি শতভাগ নিশ্চিত নয়।