এখনও রোনালদোকে ভুলতে পারেনি রিয়াল

কথায় বলে, সময় সবকিছু ঠিক করে দেয়। কিন্তু প্রায় দুই বছর হয়ে গেলেও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভুলতে পারছে না স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। যেকোন সাফল্য-ব্যর্থতায় আপনাআপনিই যেন চলে আসে রোনালদোর নাম।

এবার কোন রাখঢাক না রেখে সরাসরিই এ কথা মেনে নিয়েছেন রিয়ালের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। রোনালদোর নেতাগোছের বৈশিষ্ট্য, তার গোল করার সক্ষমতা- এখনও মিস করে রিয়াল, এমনটাই জানিয়েছেন মদ্রিচ।

রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত সময়ে ৪৩৮ ম্যাচ খেলে ৪৫০ গোল করেছেন রোনালদো, জিতেছেন অসংখ্য ব্যক্তিগত ও দলীয় ট্রফি। ২০১৮ সালের ১০ জুলাই তিনি নাম লেখান ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে।

তবু রোনালদোর সঙ্গে খেলার অভিজ্ঞতা ভুলতে পারেন না মদ্রিচ। স্প্যানিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রোনালদো সর্বকালের সেরাদের একজন। আমরা রিয়ালে তার গোল এবং অনুপ্রেরণাদায়ী চরিত্রের অভাববোধ করি। মানুষ হিসেবেও সে দশে দশ, যে সবসময় সাহায্য করতে প্রস্তুত।’

মদ্রিচের বয়স এখন ৩৪, ফলে রিয়ালে তিনি আর কতদিন খেলতে পারবেন সে প্রশ্ন দেখা দেয় প্রায়ই। বিশেষ করে চলতি মৌসুম শেষে ইতালির আরেক ক্লাব ইন্টার মিলানে যোগ দেয়ার ব্যাপারেও শোনা যাচ্ছে জোর গুঞ্জন। যদিও মদ্রিচের ইচ্ছা রিয়ালেই নিজের ক্যারিয়ার শেষ করা।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, অন্তত আরও দুই বছর শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে পারব। রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে পছন্দ করব। তবে এটা ক্লাবের ওপরও নির্ভর করবে। ক্যারিয়ার শেষে আমি অবশ্যই কোচিং কোর্স করব। জাতীয় দলের কোচ হতে পারলে তা আমার জন্য অনেক বড় সম্মানের হবে।’

সদ্য প্রকাশিত

এতিম, প্রতিবন্ধী, অসহায়ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্বপ্নীলের ঈদ উপহার

বিনোদন প্রতিবেদক১৯ এপ্রিল রোজ বুধবার রাত ৮টার সময় রাজধানীর ভি, অাই,পি রোডে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দের মাঝে গিফট বক্স বিতরণ কার্যক্রম শুরু...

টিকটকার ও মডেল মহিমা চৌধুরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদকঃমডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস শোবিচ দুনিয়ার নতুন কোন ঘটনা নয়। বিভিন্ন সময় মডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও...

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

সম্পর্কিত পোস্ট