রিফাত রাহুল খাঁন :
জমকালো আয়োজনে দেশের নন্দিত ফ্যাশন কোরিওগ্রাফার ; মডেল ও ট্রেইনার বুলবুল টুম্পা’র কোরিওগ্রাফিতে ব্রাইডাল ফ্যাশন শো বাই ফারহানা চৈতী। মেকওভার এ ছিল- Makeover Finesse by Farhana chaity….এ ব্রাইডাল ফ্যাশন শো তে একঝাঁক ফ্যাশন মডেল অংশ নিয়েছিল। এতে শো স্টপার হিসেবে অংশ গ্রহণ করেছিল লাক্স তারকা সামিয়া অথৈ।
বুলবুল টুম্পা জানান ; ফ্যাশনের প্রতি দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলেছে। এ শোটি বেশ সফলভাবে সম্পন্ন করেছি। ধন্যবাদ জানাচ্ছি এ অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে৷ আগামীতে আরও ভালো মান সম্মত কাজ উপহার দেয়ার প্রত্যাশা করছি৷