বিনোদন ডেস্কঃ
পৃথিবীর সকল মায়েদের প্রতি জানাই গভীর বিনম্র শ্রদ্ধা। ও অন্তরের অন্তস্থল থেকে জানাই শতকুটি সালাম এবং মুবারক বাদ ,
সৃষ্টি কর্তার কাছে পৃথিবীর সকলের মাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সুন্দর ও সুখ ময় হোক সকলের মা এবং
শুভকামনা ভালোবাসা রইলো পৃথিবীর সকল মায়ের প্রতি।
আমি বুড়ো হয়ে গেলেও, মার কোলে গিয়ে শোবো
মা কপালে রাখবে হাত, সব ক্লান্তিগুলো ধোবো
মা খুবই মিষ্টি একটা শব্দ। মুখে আনলে মনটাও ভরে যায়। ।তাই পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা।
মা মানেই অন্যরকম শান্তি যতক্ষণ থাকি মনে হয় এই ভালোবাসাটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না, অনেক ভালোবাসি হয়তো কখনো বলা হয় না কিন্তু অনেক ভালোবাসি। “মা” পৃথিবীর সকল মায়ের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা আর আল্লাহ যেন পৃথিবীর সকল মাকে হাজার বাচিয়ে রাখেন দোয়া রইলো সকল মায়ের প্রতি। সানন্দা বিউটি পার্লার এর কর্ণধার শামীমা আক্তার কুসুম ফেসবুকে তার দুইকন্যার সাথে ছবি পোস্ট করে মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন৷