জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল দর্শকমহলে সব সময়ই ব্যতিক্রমধর্মী কাজ উপহার দিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি মোসাব্বের হোসেইন মূইদের গল্পে মাবরুর রশীদ বান্নার পরিচালনায় শর্টফিল্ম “মর্গ” তে অভিনয় করেছেন অত্যন্ত সাবলীলভাবে৷ মর্গের নাইট গার্ডের চরিত্রে তিনি অভিনয় করেছেন। গল্পটিতে ফুটে উঠেছে মর্গে মূর্দার পকেট থেকে চেইন চুরি করে এক পর্যায়ে ডাক্তারের কাছে ধরা খায় নাইট গার্ড৷ চাকুরী চলে যাওয়ার ভয়ে নাইট গার্ড ডাক্তারের পা পর্যন্ত ধরে কান্নাকাটি করে যেন চাকুরী বেঁচে যায়। কিন্ত তাতেও ডাক্তারের মন গলে না৷ অপরদিকে ডাক্তারের একটি দূর্বল দিক নাইট গার্ডের কাছে ধরা৷ ডাক্তার মর্গে আসা মূর্দার সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত লিপ্ত হতো। এটা নাইট গার্ড জানতো। পরবর্তীতে ঘটনা ভিন্ন রূপ নেয়। এরকম গল্পে কাজ করা প্রসঙ্গে সজল জানান;
বান্নাহ’র কাজ বরাবরই আমার খুব পছন্দের এবং এই কাজটি একেবারে ভিন্নধর্মী একটা চেষ্টা। আমরা সবাই চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে কাজটি করবার ।।এটি আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরী প্রযোজনা করেছে৷
সজল অভিনীত শর্টফিল্ম ” মর্গ” ইউটিউবে প্রকাশিত
সম্পর্কিত পোস্ট