তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী সোনিয়া লাজুক। নিজের সৌন্দর্য দিয়ে শোবিজে অধিষ্ঠিত হয়েছেন আপন মহিমায়। সম্প্রতি তিনি গীতিকার জিহাদ প্রবাসীর কথা ও জাহাঙ্গীর এ খান (ভারত) এর সুর এবং নুরুল সাগরপ্রীতির (ভারত) সংগীত আয়োজনে নুরুল ও দীপান্বিতা দাস (ভারত) এর দ্বৈত কন্ঠে ” প্রেমের দিওয়ানা ” শিরোনামের নতুন গানের শুটিং সম্পন্ন করেছেন। এ গানটিতে নৃত্য পরিচালনা করেছেন প্রিন্স খান। গানটি প্রসঙ্গে সোনিয়া লাজুক বলেন; গানটিতে অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছি। আশা করবো দর্শকদের মন জয় করবে৷ গানটি ঈদে তিলোত্তমা বাংলার ব্যানারে প্রকাশিত হবে।