বিনোদন প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর তারকা খচিত হোটেলে জন্মদিনের করলেন নবাগত চিত্র নায়ক প্রিন্স। তার জন্মদিনের অনুষ্ঠানে কাছের কিছু বন্ধুবান্ধব ছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন চলচ্চিত্র পরিচালক দেওয়ান নাজমুল, সিনিয়র সাংবাদিক আহমেদ সাব্বির রোমিও, নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম, মধুলতা, রেম্প মডেল কেয়া, মডেল ফিটন খান ,সিফাত , মেঘ,স্নেহা, কবিতা খান,সোহেল, ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার,, নৃত্য শিল্পী রেজওয়ান চৌধুরী, মেকআপ আর্টিস্ট সোহেল চৌধুরী।
জন্মদিনের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে নবাগত চিত্র নায়ক প্রিন্স বলেন, ” চেষ্টা করেছি জন্ম দিনটা আমার কাছের মানুষদের নিয়ে কিছুটা আনন্দঘন পরিবেশে কাটানোর। আমার ইচ্ছে আছে মিডিয়াতে অাগামীতে ভালো কিছু করার। চেষ্টা করছি, পরিশ্রম করছি। সবাই আমার জন্য দোয়া করবেন ,আমি যেন আগামীতে কিছু ভালো কাজ সবাইকে উপহার দিতে পারি।
নবগত চিত্রনায়ক প্রিন্সের জন্মদিন জমকালো আয়োজনে অনুষ্ঠিত
সম্পর্কিত পোস্ট