রিফাত রাহুল খাঁন :বর্তমান প্রজন্মের প্রতিভাবান মেকআপ আর্টিস্ট শামীমা আক্তার কুসুম । মেক-আপ আটিস্ট এন্ড হেয়ার স্টাইলিস্ট টেইনার অল রাউন্ডার বিউটি ফিকেশনের উপর তাছাড়া এস এম একাডেমী এন্ড ব্রাক এর টেইনার অনেক অনেক কাজের অপরের এওয়ার্ড পেয়েছেন তিনি।।
২০১২/২০১৬/২০১৯/২০২১/২০২২ সালে কাজের স্বীকৃতি যা তাকে কাজের মান বাড়িয়ে দিয়েছে। তিনি জানান সারা বাংলাদেশ কাজ শিখাচ্ছি অসহায় নারীদের নিয়ে ট্্রেনজেন্ডার +প্রতিবন্্ধীদের ট্রেনিং এর ব্যবস্থা আরো গরিব মানুষ গুলো টাকার অভাবে বৌ সাজাতে পারে না তাদের ফ্রি সাজিয়ে দিচ্ছি আমার কাজের অভিজ্ঞতা ১৯৯৫ শুরু ২০২২সাল এই পযন্ত আসতে অনেক অনেক জানি গেছে জীবন থেকে আমাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে লাইফে তার পর বলবো আলহামদুলিল্লা ভালো আছি আমার দুটি কন্যা সন্তান আছে দুটি বিউটি পার্লার আছে দুটি পেইজ আছে ১টি জীম আছে আমার জন্য দোয়া করবেন আমি যেন সততার সাথে আমার সকল কাজ গুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে পাড়ি সারা বাংলাদেশ…..অবশেষে বলতে চাই যে কোন কাজ কে ভালো বাসুন কাজ কে মূল্য দিন তাহলেই দেখবেন আপনার কাছেই চলে যাবে সাফল্যর চাবিকাঠি…