শোবিজ ডেস্ক :নির্মাতা অনন্য মামুন নির্দেশনায় ‘মায়ায় ছুঁয়েছো’ শিরোনামের নতুন একটি গানের ভিডিওতে দেখা যাবে ইমনকে।এতে ইমননের সঙ্গে আছেন মডেল সাবিনা রিমা।
ক্রিয়েটিভ মিডিয়া ভিশন (বিডি)-এর ব্যানারে নির্মিত ‘মায়ায় ছুঁয়েছো’ গানটিতে কণ্ঠ দিয়েছেন হিমাদ্রিতা পর্ণা।জাহিদ আকবরের কথায় গানটির সুর-সংগীত করেছন৷ ভারতের দোলন মৈনাক।
সম্প্রতি সুনামগঞ্জের বেশ কয়েকটি লোকেশন গানটির শুটিং সম্পন্ন হয়েছে।গানটির ভিডিওতে ইমন-সাবিনা রিমার পাশাপাশি হিমাদ্রিতা পর্ণাকে দেখা যাবে।পরিচালক অনন্য মামুন জানান, গানটির ভিডিও নির্মাণে নতুনত্ব আনার চেষ্টা করেছি আমরা।আর গানটির কথা-সুর সবমিলিয়ে আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতারা গ্রহণ করবেন।