আগামী ১৯ শে জানুয়ারি, ২০২২, বুধবার তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন খ্যাত নুজহাত সাবিহা পুষ্পিতা’র নতুন মৌলিক গান “স্পর্শের বাইরে” অবমুক্ত হবে। প্রোটিউনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল “স্টুডিও প্রোটিউনবিডি” তে প্রকাশিতব্য এই গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শোভন রায়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রোটিউন টিম। গানটির ভিডিওতে আছেন শিল্পী পুষ্পিতা ও শাওন।
গানটি সম্পর্কে গীতিকার প্রসেনজিৎ ওঝা জানালেন, ” ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটি করা হয়েছে। আমাদের প্রত্যাশা গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতা পাবে। বাংলা গানের প্রচার ও প্রসারে ধারাবাহিকভাবে আমরা বাংলা গান প্রকাশ করে থাকি।”
গানটি নিয়ে আশাবাদী পুষ্পিতা। তিনি জানালেন, “গানটির কথা,সুর ও কম্পোজিশন আমার খুব ভালো লেগেছে৷ আশা করি দর্শকশ্রোতাদেরও গানটি ভালো লাগবে।”
নতুন মৌলিক গান নিয়ে আসছেন পুষ্পিতা
সম্পর্কিত পোস্ট