শোবিজ ডেস্ক :সঙ্গীতশিল্পী পুতুল নিয়মিত তার মৌলিক নতুন নতুন গান প্রকাশ করে যাচ্ছেন। এরইমধ্যে প্রকাশিত হলো তার কন্ঠে নতুন গান ‘ভালোবাসলে কষ্ট কেন পাই’। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
পুতুল বলেন, মৌলিক গান একজন সঙ্গীতশিল্পীর আসল পরিচয় বহন করে। আমি সবসময়ই চেষ্টা করি মৌলিক গান প্রকাশ করতে। এরইমধ্যে আমার বেশ কিছু মৌলিক নতুন গান প্রকাশিত হয়েছে। ভালোবাসলে কষ্ট পাই তার মধ্যে একটি। গানটির কথা সুর আমার কাছে ভালোলেগেছে। গানটি প্রকাশ হবার পর বেশ ভালো সাড়া পাচ্ছি।
আগামীতে আরো শ্রুতিমধুর গান উপহার দিতে চাই শ্রোতা দর্শককে।’ পুতুল সর্বশেষ রবীন্দ্র সঙ্গীত গেয়েও বেশ সাড়া পেয়েছিলেন। তিনি গেয়েছিলেন ‘পুরানো সেই দিনের কথা’ গানটি। তার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছিলো। গানটির সঙ্গীতায়োজন করেছিলেন তার স্বামী সৈয়দ রেজা আলী। বঙ্গবন্ধুকে নিয়ে পুতুল ‘সেই কবিটার গল্প বলি’ নামের একটি গানও গেয়েছিলেন। গানটি তারই লেখা ও সুর করা।