জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা’র নতুন দু’টি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। দু’টি গানের শিরোনাম হচ্ছে ‘ফিরে যেতে চাই আমি’ ও ‘সে আসবে বলে’.। ‘ফিরে যেতে চাই আমি’ গানটি লিখেছেন শামীম রেজা এবং সুর করেছেন লুৎফর হাসান ও শান, সঙ্গীতায়োজন করেছেন শান। ‘সে আসবে বলে’ গানটি লিখেছেন রেবেকা জামান পলিন এবং সুর সঙ্গীত করেছেন শান। ‘ফিরে যেতে চাই আমি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান এবং ‘সে আসবে বলে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া।
দু’টি নতুন গান একেবারে কাছাকাছি সময়ে প্রকাশ পাওয়া প্রসঙ্গে কনা বলেন,‘ দুটি গানেরই কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। সবাই এটা অবগত আছেন যে গানের বাণী এবং সুর ভালোলাগলে তা আমি গাইতে বেশি আগ্রহী হই এবং ভীষণ স্বাচ্ছন্দ্যবোধও করি। ফিরে যেতে চাই আমি গানটির বিশেষত্ব হলো এই গানটি সুর করেছেন লুৎফর ভাই ও শান ভাই। আবার গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান ভাই নিজে। খুউব যত্ন নিয়ে তিনি গানটি করেছেন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। আবার শান ভাইয়ের সুর করা ‘সে আসবে বলে’ও দারুণ হয়েছে। সবমিলিয়ে আমার নতুন দু’টি গান বলা যায় একইসঙ্গে প্রকাশ হলো, এটাই আসলে সত্যিকারের আনন্দের বিষয়।