ডিসেম্বরে আসছে অথৈ’র অভিনীত চলচ্চিত্র “কালবেলা”

শোবিজ ডেস্ক :সরকারি অনুদানের সিনেমা ‘কালবেলা’। শুটিং শেষ করার আগেই ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মারা যান এই সিনেমার নির্মাতা সাইদুল আনাম টুটুল। প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ করেছিলেন তিনি। পরবর্তীতে বাকি অংশ শেষ করেন তার সহধর্মিণী ও এই সিনেমার প্রযোজক মোবাশ্বেরা খানম। ‘কালবেলা’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে মোবাশ্বেরা খানম বলেন, ডিসেম্বরের মাঝামাঝি মুক্তি দেব।

মুক্তিযুদ্ধের সময় নারীদের ওপর অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। গল্পের প্রধান চরিত্র সানজিদার ভূমিকায় অভিনয় করেছেন ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ-২০১৭’ খ্যাত তাহমিনা অথৈ।

মুক্তিযুদ্ধের সময় নারীদের ওপর অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। গল্পের প্রধান চরিত্র সানজিদার ভূমিকায় অভিনয় করেছেন ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ-২০১৭’ খ্যাত তাহমিনা অথৈ।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের এক নারীর সংগ্রামী গল্পে আমি অভিনয় করেছি। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমা। কষ্টের বিষয় হলো- পরিচালক সিনেমার মুক্তি দেখে যেতে পারলেন না। গুণী মানুষটি অনেক সুন্দর করে আমাকে শট বুঝিয়ে দিয়েছিলেন। সিনেমার প্রতিটি শট কীভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, সেজন্য তার যথেষ্ট চেষ্টা ছিল। তার অনুপস্থিতি আমাদের সিনেমার টিমকে বেশ কষ্ট দিয়েছে।’

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট