শোবিজ ডেস্ক :আর কে প্রোডাকশন প্রযোজিত মিউজিক ভিডিও ‘কন্যা কথা রাখলানা’। গানটি সালাউদ্দিনের কথায় সুর করেছেন পলক হাসান সুমন। সঙ্গীত আয়োজনে এসবি সোহাগ। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী এসবি সোহাগ। ভিডিওচিত্রে ছিলেন সোহেল খান। পরিচালনা করেছে রাজ কামাল। মিউজিক ভিডিও মডেল হিসাবে কাজ করছেন আনান খান, নওশীন ও রাশেদ খান।
মডেল নওশীন বলেন, ‘কন্যা কথা রাখলানা’ গানের কথা খুবই সুন্দর। মডেল হিসাবে আমার বিপরীতে অভিনয় করেছেন আনান খান ও রাশেদ খান। তিন জন মিলে গানটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।