বিরতি ভেঙে আবারো নিজ ভূবনে ফিরলেন চয়নিকা চৌধুরী

গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। তার নির্মিত নাটক-টেলিফিল্মের সংখ্যা প্রায় চার শত। নারী নির্মাতা হিসেবে তার এই পথচলা সহজ ছিল না। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার নানা উত্থানপতনের মধ্য দিয়ে কেটেছে। তবে গত চার মাস নির্মাণ থেকে দূরে ছিলেন তিনি।

বিরতি ভেঙে আবারো নিজ ভূবনে ফিরলেন চয়নিকা চৌধুরী। এই প্রত্যাবর্তনের সঙ্গী হয়েছেন বরেণ‌্য অভিনেতা তারিক আনাম খান ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ শিরোনামের এই নাটক রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। গত ২৭-২৮ অক্টোবর নগরীর উত্তরা ও মিরপুর ডিওএইচএসে দৃশ‌্যধারণের কাজ হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চয়নিকা চৌধুরী ফিল্মফ্লিক্স২৪ কে বলেন—‘চার মাস পর কাজে ফিরলাম। ২০ বছরের ক‌্যারিয়ার হলেও বিরতি কাটিয়ে কাজে ফিরে খুব নার্ভাস লাগছিল। জানি না এটা কেন হয়েছে। তবে তারিক ভাই, মৌ আপা, শবনম ফারিয়াসহ সবাই মানসিকভাবে খুব সাপোর্ট দিয়েছেন। এ কাজটি করার জন‌্য প্রস্তাব দেওয়ার পর তারা আনন্দের সঙ্গে গ্রহণ করেন। আমার দীর্ঘ দিনের সহকারী পরিচালক সুব্রত মিত্র ও অমিতাভ আহমেদ রানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

নাটকটি নিয়ে আশাবাদ ব‌্যক্ত করে চয়নিকা চৌধুরী বলেন—‘অনেক দিন পর কাজ করার কারণে মনে হচ্ছিল সব ভুলে যাচ্ছি। তবে কাজটি খুব যত্ন ও ভালোবাসা দিয়ে করেছি। শিল্পীদের সহযোগিতা আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটি শট শেষে একটা গুড ফিলিং হয়েছে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। মনে গেথে থাকবে।’

২০ বছরের ক‌্যারিয়ারে চলতি বছরে মৌয়ের সঙ্গে প্রথম কাজ করেন চয়নিকা। ‘অন্ধ জল ছবি’ নাটকটি প্রচারের পর দারুণ প্রশংসা কুড়ায়। এ নির্মাতার ভাষায়—‘প্রথম নাটকের গল্পটিও ভালো ছিল। যার জন‌্য দর্শক নাটকটি ভালোবেসেছিলেন। ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকের গল্পও ভালো। গল্পের কারণে এটিও দর্শকদের ভালো লাগবে।’

সদ্য প্রকাশিত

জমকালো আয়োজনে উদ্বোধন হলো “সানভিস বাই টনি” খুলনা আউটলেট

নাজমুল হুদা তৌকির : আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হলো সানভিস বাই টনি এর...

রাউন দ্যা ক্লক সিনেমা’র উন্নয়ন চান হাবিবুল ইসলাম হাবিব

বিনোদন প্রতিবেদক : ফিল্ম ও মিডিয়ার লোকজন ছাড়াও আমরা সবাই জানি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব অনেক...

গোপনে বিয়ে করলেন নায়িকা জয়া চৌধুরী

বাংলা চলচ্চিত্রের "ফুলবানু " খ্যাত চলচ্চিত্র নায়িকা জয়া চৌধুরী। এবার গোপনে বিয়ে করলেন তিনি৷ সম্প্রতি ভোরের চেতনা পত্রিকা নায়িকার ঘনিষ্ঠজনের নিকট থেকে...

‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমা। এরইমধ্যে শেষ...

সম্পর্কিত পোস্ট