শোবিজ ডেস্ক :সম্প্রতি বেশ কয়েকটি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা সাবরিনা বশির। তার মধ্যে ‘দিল্লী কা লাড্ডু’ শিরোনামের একটি গান রয়েছে। দীপ্ত টিভির ছয় নম্বর ফ্লোরে মোহন ইসলাম-এর নির্দেশনায় গানটির চিত্রধারনে মডেল হয়েছেন আশিক চৌধুরী ও সাবরিনা বশির নিজেই। আসছে ৩০ অক্টোবর এই কন্ঠশিল্পীর জন্মদিন উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হবে গানটি।
সাবরিনা বশির বলেন, ‘আমি শৈশব থেকেই গান চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই কন্ঠশিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে বেঁচে থাকতে চাই সারাজীবন। বাংলা গানের জয় হোক।’
উল্লেখ্য, সাবরিনার নতুন গান গুলোর মধ্যে রয়েছে আসিফ আকবের সঙ্গে দ্বৈত কন্ঠে ‘মধুচোরা’ এবং ‘ফুলের কানে ভ্রমর এসে’ শিরোনামে গানটি। সম্প্রতি এই শিল্পীর ‘জলে গিয়েছিলাম সই’ নামে একটি ফোক গানের ভিডিও ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
ছবি সংগৃহীত