শোবিজ ডেস্ক :সূচনা শিকদার বর্তমান সময়ে একজন ব্যস্ততম অভিনেত্রী।বাংলা নাটকের দর্শকদের কাছে পরিচিত ও প্রিয়মুখ। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যেই দর্শকের কাছে নিজেকে একজন বহুমুখী অভিনেত্রী হিসেবে পরিচিত করেছেন।খুব অল্প সময়ে নিজের অভিনয়শৈলীর মাধ্যমে মিডিয়া তে শক্ত অবস্থান তৈরি করেন।দিন দিন অভিনয়ে তার ব্যস্ততা বেড়েই চলেছে।
বছর ৭ আগে কঁচি খন্দকারে বিপরিতে একটি নাটকে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় সূচনা শিকদারের। তারপর একটু একটু করে শুরু হয় তার পথচলা। এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি আর। আর টিভি, চ্যানেল আই, এন টিভি সহ বিভিন্ন চ্যানেলে স্থান হয় তার অভিনীত নাটকের। একের পর এক অভিনয় করেছেন একক, শর্ট ফিল্ম, ধারাবাহিক সহ দেড় শতাধিক নাটকে। সূচনা শিকদার অভিনীত উল্লেখযোগ্য নাটক সমূহ: সেন্টিমেন্টাল সেলিম, সিনেমা হল, ভ্যাগাবন্ড, ঘামবাবু, জরুরি বিবাহ, বাজিমাত, বউ বিরোধ ইত্যাদি। অল্প সময়ে ক্যারিয়রে অনেক গুনী, মেধাবী ও জনপ্রিয় পরিচালকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। সামনে ভালো কিছু কাজ করতে যাচ্ছেন তিনি। তাই তিনি নিজেকে সে ভাবে প্রস্তুত করে নিচ্ছেন তাই ভক্ত ও শুভাকাংখীদের কাছে আর ভালোবাসা চেয়েছেন এই অভিনেত্রী
অভিনেত্রী সূচনা শিকদারের ব্যস্ততা…
সম্পর্কিত পোস্ট