শোবিজ ডেস্ক :
তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী সোহানা নদী। নিজের সুনিপুণ অভিনয় শৈলী ও সৌন্দর্য দিয়ে শোবিজে নিজেকে অধিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তিনি রাজধানীর অদূরে পূবাইলে আবুল হোসাইনের কথা শেখ মিলনের সুর ও সংগীত আয়োজনে কণ্ঠশিল্পী কাজী শুভ’র ” মাটির পুতুল ” নামের একটি গানের শুটিং সম্পন্ন করেছেন গতকাল। গানটি প্রসঙ্গে সোহানা নদী জানান; গানটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আশা করবো গানটি প্রচারে আসলে দর্শকের কাছেও ভালো লাগবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বিএম সাইফুল। এতে সোহানা নদীর বিপরীতে কাজ করেছেন শাফায়াত দূর্জয়। গানটি পদ্মা মিউজিকের ব্যানারে প্রকাশ করা হবে৷
নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন সোহানা নদী
সম্পর্কিত পোস্ট