শোবিজ ডেস্ক :স্টার মাল্টিমিডিয়ার ত্বওাবধানে জমকালো উৎসব মুখর ভাবে হয়ে গেল “মিঃ এন্ড মিস গ্লামার লুকস- ২০২১”। অডিশন রাউন্ড সকাল এগারোটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন মডেল ও কোরিওগ্রাফার বুলবল টুম্পা, স্টাইলিশ পিয়েল হোসাইন , মডেল এবং একটর অন্তু করিম,
মালা খন্দকার।
সোহেল আফসান চেয়ারম্যান স্টার মাল্টিমিডিয়া।
বিচারকরা বলেন যোগ্যতা বিবেচনা করে আমরা ছেলেমেয়েদের নির্বাচন করেছি অনেক প্রতিভাবান ছেলে মেয়েদের অডিশনের মাধ্যমে সিলেক্ট হয়েছে।
আশা করি মিঃ এন্ড মিস গ্লামার লুকস-২০২১ ভালো কিছু ছেলে মেয়ে উপহার দিতে পারবে। মিঃ এন্ড মিস গ্লামার লুকস ২০২১
CEO ফ্লাই ফারুক বলেন ছেলেমেয়েদের নিয়ে দুই মাস গ্রুমিং ক্লাস করার পর টপ টেন নির্বাচন করব। তারপর আগামী ডিসেম্বরে ফাইনাল রাউন্ড করব ।