মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল তরুণ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী নওশীন নাহারের। তিনি শিশুশিল্পী থেকেই কাজ করছেন৷ তিনি মিডিয়াতে আমি ১৪ বছর ধরে কাজ করছি।
. কাজের শুরুটা সম্পর্কে তিনি জানান-শুরুটা হয় নাচ দিয়ে, তারপর ধীরে ধীরে অভিনয়ে আসা হয়।
এরপর ছোটো খাটো চরিত্রে অভিনয় করা শুরু করি। মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা প্রসঙ্গে বলেন-
= পরিবার থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি, ওনারা সব সময় আমার পাশে ছিলো, এবং এখনো আছে।. পড়াশুনা সম্পর্কে তিনি জানান –
আমি ২০২১ সালের HSC Candidate! Humanities বিভাগের, করোনার জন্য পরিক্ষা আটকে আছে।
তার প্রিয় রঙঃ কালো,সাদা,লাল
=তার প্রিয় অভিনেতাঃ সালমান শাহ
= তার প্রিয় অভিনেত্রীঃ শাবানা
তার উল্লেখ্যযোগ্য অন্যতম কাজগুলো –
= দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত “তুমি আছো তুমি নেই” মুভিটিতে কাজ. জীবনে মডেলিংকে পেশা হিসেবে গ্রহণ না করলে ; অন্য যে পেশা গ্রহণ করতেন সেটা প্রসঙ্গে –
= এখনোতো পড়াশুনা শেষ ই হলো না, তাই কিছু ভাবিও নাই।
যেহেতু আমি মানবিক বিভাগের শিক্ষার্থী,, আমার ম্যাজিস্ট্রেট হওয়ার ইচ্ছে টা বরাবরই ছিলো।
অবসর সময়ে তিনি
= সোস্যাল মিডিয়া তে সময় দেন আর গান শুনতে পছন্দ করেন বেশ।
মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান –
= ভালো কিছু কাজ করে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে চাই
ছবি সংগৃহীত