শোবিজ ডেস্ক :
সুফিয়া আকতার বিপুল, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একজন ক্যাডেট। যার স্বপ্ন ছিল আকাশে উড়বেন, ছিলেন একজন মিডিয়া কর্মী যিনি কিনা একসময়ে বিবি রাসেল এর মডেল সিসাবে মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন। 2008 থেকে শুরু করলেন সৌন্দর্য বুটিক এবং সৌন্দর্য কালচারাল একাডেমি নামে দুটি প্রতিষঠান। এবং সফল ভাবে প্রতিষঠিত ও হলেন। নতুন করে সব প্রতিকুলতা পেরিয়ে, একজন ইনটারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিসট হিসাবে প্রশিক্ষণ নেন UK বেজড মেকআপ আর্টিসট সেলিনা মুনির এর কাছ থেকে। এবং 2020 সালে মিরপুর ডিওএইচএস এ তিনি নতুন করে শুরু করেন সৌন্দর্য মেকওভার নামে একটি সটুডিও। আর ওনার এসিস্ট্যান্ট হিসাবে আছেন মিডিয়ার ই সবার পরিচিত লোপস সরকার।
সুফিয়া আকতার বিপুল আপুর এই সৌন্দর্য মেকওভার স্টুডিও এর নতুন পথযাত্রায় আপাদের সবার দোয়া ও সহোযোগিতা একান্ত কাম্য এবং সকলের আসার আমন্ত্রণ জানানো হইলো।
পুনরায় যাত্রা শুরু করলো মেকআপ আর্টিস্ট বিপুলের” সৌন্দর্য মেকওভার স্টুডিও “
সম্পর্কিত পোস্ট