ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে আয়শা নাফিসা এ সময়ের ব্যস্ত অভিনেত্রী তিনি। সম্প্রতি ইরফান ও নাফিসা জুটি হয়ে অভিনয় করেছেন ‘প্রথম প্রেমের ছোঁয়া’ শিরোনামের একটি একক নাটকে। রাজধানীর উত্তরায় নাটকটির চিত্রায়ণ হয়েছে। এটি নির্মাণ করেছেন নাজমুল রনি।
গল্পে দেখা যাবে, ইরফান তার বন্ধুদের নিয়ে পোষা পাখির জন্মদিন পালন করছে। এমন সময় নাফিসা আসে। ইরফানের কাছে একটি ঠিকানা জানতে চায়। প্রথম দেখায় নাফিসার প্রেমে পরে যান ইরফান। এরপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। একদিন নাফিসাকে প্রেমের প্রস্তাব দেয় ইরফান। তবে নাফিসা ইরফানকে অপমান করে ফিরিয়ে দেয়। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।
এ প্রসঙ্গে আয়শা নাফিসা বলেন, ‘প্রথম প্রেমের ছোঁয়া’ গল্প নির্ভর একটি নাটক। ইরফান সাজ্জাদ ভাই সহশিল্পী হিসেবে অনেক ভালো এবং হেল্পফুল। আমি ছোঁয়া চরিত্রে অভিনয় করেছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।
ইরফান-নাফিসা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, আবদুল্লাহ রানা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।