শোবিজ ডেস্ক : এই সময়ের কণ্ঠ শিল্পী সাবরিন। এরই মধ্যে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। স¤প্রতি নতুন তিনটি গান নিয়ে দর্শকদের সামনে আসছেন এই কণ্ঠশিল্পী। এর মধ্যে গত সপ্তাহে আমার গান ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘জোড়া চোখ’। গানটির সংগীতায়োজন করেছেন বেলাল খান ও কথা লিখেছেন এ মিজান। ১৮ আগস্ট প্রকাশিত হয়েছে তার নতুন একটি গান ‘বন্ধু প্রেম শিখাইয়া’। বেলাল খানের সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন আব্দুর জহির রুবেল। আর এই মাসের শেষের দিকে প্রকাশ হতে যা”েছ ‘ পেইন কিলার’। রাজন সাহার সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন অনুরুপ আইচ। এই প্রসঙ্গে সাবরিনা বলেন,‘ অনেক দিন পর বেশ কিছু নতুন কাজ নিয়ে শ্রোতাদের এসেছি। তিনটি ভিন্ন ধাচের গান নিয়ে এই তিনটি গান সাাজনো হয়েছে। আশা করছি ভালো লাগবে।