তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা রাণী দেবনাথ এর ক্যারিয়ারের বিভিন্ন দিক ফুটে উঠেছে রিফাত রাহুল খাঁন এর একান্ত ব্যক্তিগত সাক্ষাতকারে ফিল্মফ্লিক্স২৪ এর বিনোদন পাতায় –
১. মিডিয়াতে কাজ করার ইচ্ছে কি ছোটবেলা থেকেই ছিল?.
উত্তর: হ্যা, খুব ছোট বেলা থেকেই ইচ্ছে। আমার বয়স যখন পাঁচ বছর, তখন আমার মা আমাকে “বাফায়” নাচের স্কুলে নাচ শেখার জন্য ভর্তি করিয়ে দেয়, ঠিক তখন থেকেই মিডিয়াতে আসার প্রখর ইচ্ছে আমার।
২. মিডিয়াতে কত বছর যাবৎ কাজ করা হচ্ছে?.
উত্তর: রানিং পাঁচ বছর ধরে কাজ করছি।
৩. কাজের শুরুটা সম্পর্কে কিছু জানতে চাই-
উত্তর: ছোটবেলা যখন বাফাতে ছিলাম, তখন থেকেই আমার কাজের শুরু, আমার প্রথম নাচ ছিল , “একুশে টেলিভিশনে” নববর্ষের নাচ, ২০০৪ সালে, যার কোরিওগ্রাফি করেছিলেন আমার স্যার “নৃত্যশিল্পী ” “সোহেল রহমান” । তার কিছুদিন পরই আমার ফ্যামিলিতে একটা বড় ধরনের দুর্ঘটনার জন্য আমি নাচ ছাড়তে বাধ্য হই, তারপর প্রায় আট বছর নাচ বন্ধ ছিল আমার, এরপর ২০১২ সালে নতুন করে নৃত্যাঞ্চলে ভর্তি হই, বড় হয়ে প্রথম অনুষ্ঠান , ২০১৩ সালে, শিল্পকলা একাডেমীতে “রায়বেশে” নৃত্যের মাধ্যমে পরিবেশন করি।
৪. মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা কতটুকু ছিল?.
উত্তর: পরিবারের সহযোগিতা আছে, আমি যখন কোনো প্রোগ্রামে থাকি, তখন আমার ছোট ভাইকে “মা” আমার পরিবর্তে দেখাশোনা করে।
৫. মিডিয়াতে নতুন যারা নাচের জগতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি উপদেশ দিতে চাও?.
উত্তর: নতুন যারা নাচের জন্য আসতে চায়, তাদের জন্য দুটো উপদেশ থাকবে আমার:
১. নাচ শরীর দিয়ে নয়, মন দিয়ে করতে হয় এবং যতদিন না পর্যন্ত নাচে পারফেকশন না আসে, ততদিন পর্যন্ত প্রাকটিস চালিয়ে যান।
২. রেগুলার প্রাকটিস ক্লাসে এটেন্ড থাকার চেষ্টা করবেন এবং বাসায় রেগুলার প্রাকটিস করবেন , দেখবেন সাফল্য একদিন আপনার হাতের মুঠোয়।
৬. পড়াশুনা সম্পর্কে জানতে চাই
উত্তর: শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনারের উপর কোর্স কমপ্লিট করেছি। বর্তমানে নাচের উপরে পড়াশোনা করছি নৃত্যাঞ্চলে।
৭ প্রিয় রঙ কি?
উত্তর: কালো এবং বেগুনি।
প্রিয় অভিনেতা?
উত্তর: জাহিদ হাসান।
প্রিয় অভিনেত্রী?..
উত্তর: সাদিয়া ইসলাম মৌ
৮. উল্লেখ্যযোগ্য অন্যতম কাজগুলো কি কি??.
উত্তর: নাচের প্রোগ্রামগুলোর মধ্যে: বিটিভিতে নৃত্যের তালে তালে সহ অনেক গুলো প্রোগ্রাম করেছি, বিজয় টিভি, মাই টিভি সহ আরো বেশকিছু টিভি চ্যানেলে কাজ করা হয়েছে, এছাড়া “পি এম” এর প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করি এবং বিভিন্ন কর্পোরেট প্রোগ্রামে অংশগ্রহণ করি, ঢাকার বাইরে নাচের প্রোগ্ৰামে যাওয়া হয় এবং দেশের বাইরে ইন্ডিয়াতে নাচের প্রোগ্রামে যাওয়া হয়েছিল ।
মডেলিংয়ের কাজগুলো যেমন:
রোদসি ম্যাগাজিন, ব্যান্ড ডা ট্রেন্ড, কার্ট এন বাই, লিজান মেহেদী, সুইস লাইন ইত্যাদি ব্র্যান্ডের কাজগুলো করা হয়েছে। বর্তমানে “কুরিয়াস ক্যাপসার” এর সঙ্গে চুক্তিবদ্ধ আছি।
এছাড়া পাশাপাশি টিভিসি , ওভিসি , এবং লাইভে প্রোডাক্ট নিয়ে কাজ করছি।
৯….জীবনে নৃত্যশিল্পী
পেশা হিসেবে গ্রহণ না করলে ; অন্য কি পেশা হিসেবে গ্রহণ করতে?.
উত্তর: মাস্তানি করতাম ,😂😂
১০. অবসর সময়ে কি করা হয়?
উত্তর: আমার ছোট ভাই অটিস্টিক বেবী তাই অবসর সময়ে ওকে টাইম দিতে বেশি পছন্দ করি। এছাড়া ছবি আঁকা, মুভি দেখা, গান শোনা, ট্যুর করা, চাইনিজ খাওয়া আমার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত।
১১.মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি??.
উত্তর: ভবিষ্যতে নাচ নিয়ে ভাবনা চিন্তা আছে। দেখি, মানুষ আমাকে কতটা সাপোর্ট দেয়। দোয়া করবেন আমার জন্য ভাইয়া।
১২. নাচের পাশাপাশি মডেলিংও করা হয়। কোনটাতে স্বাচ্ছন্দ্যবোধ করো?
উত্তর: নাচ এবং মডেলিং দুটো কাজেই আমি বেশ স্বাছন্দ্যবোধ করি।