তরুণ প্রজন্মের মডেল ও অভিনয়শিল্পী তনিমা তন্বীর মিডিয়া ক্যারিয়ারের নানা বিষয় ফুটে উঠেছে ফিল্মফ্লিক্স২৪ডট এর বিনোদন পাতায় রিফাত রাহুল খাঁন এর একান্ত ব্যক্তিগত সাক্ষাতকারে-
১. মিডিয়াতে কাজ করার ইচ্ছে কি ছোটবেলা থেকেই ছিল?
- ছোটবেলা থেকেই ভালো লাগতো, ইচ্ছেও ছিল। কিন্তু ভাবি নাই কোনোদিন সত্যি সত্যি ইচ্ছে পূরন হয়ে যাবে।
২. মিডিয়াতে কত বছর যাবৎ কাজ করা হচ্ছে? - খুব বেশিনা। ২০২১ এর জানুয়ারি থেকে শুরু করেছি।
৩. কাজের শুরুটা সম্পর্কে কিছু জানতে চাই- - নাটক দিয়ে শুরু করি৷ তারপর ফ্যাশন হাউজের কাজ, ব্র্যান্ড শুট, TVC OVC ভিজুয়াল শুট, টিভি প্রোগ্রাম এগুলা করছি রেগুলার এখন।
৪. মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা কতটুকু ছিল? - আম্মু সব সময় ই পাশে ছিলো। আমাকে সাপোর্ট দিয়ে আসছে আলয়েজ।
৫. মিডিয়াতে নতুন যারা মডেলিং করতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি উপদেশ দিতে চাও? - একটু সময় নিয়ে নিজেকে গ্রুমিং করতে হবে আগে৷ ধৈর্য্য ধরতে হবে প্রচুর। নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে হবে। খুব সাবধানে জেনে বুঝে পা ফেলতে হবে৷ সবার আগে নিজেকে ভালোবাসতে হবে।
৬. পড়াশুনা সম্পর্কে জানতে চাই
এআইইউবি তে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি৷ নবম সেমিস্টার চলছে।
৭ প্রিয় রঙ কি? প্রিয় অভিনেতা?..প্রিয় অভিনেত্রী?.. - আমার সব রং ই ভালো লাগে। সাদা, কালো, নীল, সবুজ এগুলো তে নিজেকে সজীব লাগে। প্রিয় অভিনেতা চঞ্চল স্যার। প্রিয় অভিনেত্রী মৌসুমী।
৮. .জীবনে মডেলিংকে পেশা হিসেবে গ্রহণ না করলে ; অন্য কি পেশা হিসেবে গ্রহণ করতে?. - যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি সেহেতু ইঞ্জিনিয়ারিং পেশাটাও ভালো লাগে আমার। এছাড়া আমি ২০১৮ এর এআইইউবি এর ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। গল্প লিখতে পছন্দ করি আমি। আমার লিখা গল্প গুলো পড়ে অনেকেই ইন্সপায়ারড করে আমাকে বই লিখতে।
৯. অবসর সময়ে কি করা হয়??
গান শুনি, সাইকেলিং করি, বিড়াল পুষি,ইয়োগা করি, লিখালিখি করি, মুভি দেখি।
১০.মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি??
- সবার ভালোবাসা আর দোয়ার সাথে নিজেকে খুব ভালো একটা জায়গায় দেখতে চাই৷ সবাই দোয়া করবেন আমার জন্য।