তরুণ প্রজন্মের অভিনেত্রী দৃষ্টি দোলা’র মিডিয়া অঙ্গনে পথচলা….

তরুণ প্রজন্মের অভিনেত্রী
দৃষ্টি দোলা। তার মিডিয়া ক্যারিয়ারের বিভিন্ন দিক ফুটে উঠেছে রিফাত রাহুল খাঁন এর সাক্ষাতকারে ফিল্মফ্লিক্স২৪ এর বিনোদন পাতায় –

১. মিডিয়াতে কাজ করার ইচ্ছে কি ছোটবেলা থেকেই ছিল?.
জি ছোটবেলা থেকেই টিভি জগতের প্রতি অন্যরকম একটা নেশা ছিল।
২. মিডিয়াতে কত বছর যাবৎ কাজ করা হচ্ছে?.
এক বছর এবং 5- 6 মাস হবে
৩. কাজের শুরুটা সম্পর্কে কিছু জানতে চাই-কাজে শুরুটা ছিল একটা বিজ্ঞাপনের মাধ্যমে
৪. মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা কতটুকু ছিল?.
আম্মু সব সময় আমাকে উৎসাহিত করেছে । আমি কোন জিনিসটা ভালো সেই জিনিসটা খুঁজে বের করার স্বাধীনতা দিয়েছে।
৫. মিডিয়াতে নতুন যারা মডেলিং করতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি উপদেশ দিতে চাও?.
মডেলিং এর ব্যাপারে আমাকে কিছু বলার নেই কারণ আমি মডেলিং করিনি। অভিনয় করেছি যারা নতুন অভিনয় করতে চাচ্ছে তাদের বলব তোমাদের অভিনয় যদি মানুষকে মোহিত করে দিতে পারে তাহলেই তুমি সফল অভিনেতা বা অভিনেত্রী।
৬. পড়াশুনা সম্পর্কে জানতে চাই
৭ প্রিয় রঙ কি? প্রিয় অভিনেতা?..প্রিয় অভিনেত্রী?..
প্রিয় রং কালো নীল লাল ।প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রিয় অভিনেত্রী জয়া আহসান
৮. উল্লেখ্যযোগ্য অন্যতম কাজগুলো কি কি??. মহানগর, ইউটিউমার, কায়কোবাদ

৯….জীবনে মডেলিংকে পেশা হিসেবে গ্রহণ না করলে ; অন্য কি পেশা হিসেবে গ্রহণ করতে?.
*বিমানবালা

১০. অবসর সময়ে কি করা হয়??
চেষ্টা করি কিছু বই পড়ার । নাটক অথবা চলচ্চিত্র দেখার। বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় দেখার চেষ্টা করি।
১১.মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি??.
মিডিয়াতে ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজের পরিচয়টা গড়ে তুলবো ।
ছবি ঃ দৃষ্টি দোলা’র সৌজন্যে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট