শোবিজ ডেস্ক :প্রথম বারের মত একসাথে জুটি বাঁধলেন মিরাক্কেল খ্যাত অভিনেতা পাভেল এবং মোনালিসা দিপা।
আজ ঈদের ৫ম দিন SA TV তে ঈদ অনুষ্ঠান মালায় রাত ৯ঃ০০ টায় প্রচারিত হবে নাটক বইওয়ালা।
নাটকটিতে প্রথম বারের মত একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন মিরাক্কেল খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল এবং মডেল ও অভিনেত্রী মোনালিসা দিপা।
গ্রামের সহজ সরল এক পিতাকে নিয়েই মূলত নাটকের গল্পটি গড়ে ওঠেছে।পাভেল, মোনালিসা দিপা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন, রকি খান,তন্ময় সোহেল,চাঁদনি পরসা,জুয়েল প্রমুখ।
নাটকটি পরিচালনা করেছেন শাখাওয়াত হোসেন শওকত। তিনি বলেন, গতানুগতিক গল্পের বাহিরে এটি একটি ভিন্ন ধর্মী গল্প এটি।আশা করি নাটকটি দর্শকদের খুব ই ভালো লাগবে।নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান এস আনকমন মাল্টিমিডিয়া।